নিজস্ব সংবাদাতা,জলপাইগুড়ি :জলপাইগুড়ি হলদিবাড়ি রোডের রাখালদেবী এলাকায় রাস্তা সম্প্রসারণের নিম্নমানের কাজের অভিযোগে মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ । এরফলে রাস্তার দুপাশেই লম্বা লাইন লেগে যায় গাড়ির।বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল এই এলাকার রাস্তাটি। এর জেরে মাঝে মধ্যেই দুর্ঘটনা কবলে পড়তে হয় নিত্যযাত্রীদের। গতকাল এই রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে । বাসিন্দারা জানান নিম্নমানের কাজের জন্য রাস্তা থেকে পাথর উঠে যাচ্ছে।
এদিক ওদিক দোকান এবং পথচারীদের গায়ে ছিটকে যাচ্ছে পাথর । পথ অবরোধ জেরে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালি থানার পুলিশ এবং PWD আধিকারিকেরা । এরপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে PWD র ইঞ্জিনিয়ারদের দীর্ঘ সময় আলোচনা করার পড়ে তাদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। PWD র জলপাইগুড়ি ডিভিশনের অ্যাস্টিটেন্ট ইঞ্জিনিয়ার মৃন্ময় দেবনাথ বলেন যে রাস্তার সংস্কারের কাজ সঠিকভাবে মেরামত করা হবে।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box