জলপাইগুড়ি: জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন করলেন নতুন ডি আর এম রবীন্দ্রকুমার বর্মা। রবিবার বিশেষ ট্রেন নিয়ে জলপাইগুড়িতে আসেন তিনি। গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন তিনি। স্টেশন চত্বরের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি নতুন কিছু পরিকল্পনার কথাও জানান তিনি।
বলেন, জলপাইগুড়ি টাউন স্টেশন অনেক পুরনো। এখানে আপাতত কোনও খামতি নেই। নতুন কিছু কাজ চলছে এখানে। পুরনো সিগন্যাল ব্যবস্থা সংস্কারের কথা ও বলেন ডিআরএম রবীন্দ্রকুমার বর্মা। জলপাইগুড়ির পাশাপাশি এদিন হলদিবাড়ি স্টেশনও পরিদর্শন করেন তিনি। তবে হলদিবাড়ি-চিলাহাটি লাইনে ট্রেন চলাচল কবে থেকে শুরু হবে তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি নতুন ডিআরএম।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box