নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি: শতাব্দী প্রাচীন ইষ্ট বেঙর ক্লাবের ABPC ময়দানে প্রজেক্ট ইষ্ট বেঙ্গল ফুটবল স্কুলের উৎবোধন হল জলপাইগুড়ি তে।উৎবোধন করেন সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়।এই দিন ইষ্ট বেঙ্গল ক্লাবের লাল হলুদ পতাকা উত্তোলন করে ফুটবল প্রশিক্ষণটির উৎবোধন করা হয়।এরপর সাংসদডাক্তার জয়ন্ত কুমাররায়কে লাল হলুদ উত্তোরিয় দিয়েসন্মান দেবা হয় ।সন্মান জ্ঞাপন করেন ইষ্ট বেঙ্গল ক্লাবের উত্তর বঙের লিয়াজো ম্যানেজার সৌমিক মজুমদার দার।উপস্থিত পৌরসভার পৌরপতিকেও সন্মাম জ্ঞাপন করা হয় সৌমিক মজুমদারের হাতে।সপ্তাহে তিনদিন আপাতত এই ক্যাম্প টি হবে।20জন প্রশিক্ষণ এখানে আপাতত সুযোগ পেয়েছে।
ইষ্ট বেঙ্গল ক্লাবের ফুটবল স্কুলের উৎবোধন
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি: শতাব্দী প্রাচীন ইষ্ট বেঙর ক্লাবের ABPC ময়দানে প্রজেক্ট ইষ্ট বেঙ্গল ফুটবল স্কুলের উৎবোধন হল জলপাইগুড়ি তে।উৎবোধন করেন সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়।এই দিন ইষ্ট বেঙ্গল ক্লাবের লাল হলুদ পতাকা উত্তোলন করে ফুটবল প্রশিক্ষণটির উৎবোধন করা হয়।এরপর সাংসদডাক্তার জয়ন্ত কুমাররায়কে লাল হলুদ উত্তোরিয় দিয়েসন্মান দেবা হয় ।সন্মান জ্ঞাপন করেন ইষ্ট বেঙ্গল ক্লাবের উত্তর বঙের লিয়াজো ম্যানেজার সৌমিক মজুমদার দার।উপস্থিত পৌরসভার পৌরপতিকেও সন্মাম জ্ঞাপন করা হয় সৌমিক মজুমদারের হাতে।সপ্তাহে তিনদিন আপাতত এই ক্যাম্প টি হবে।20জন প্রশিক্ষণ এখানে আপাতত সুযোগ পেয়েছে।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box