সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

নেহেরু যুব কেন্দ্রের বক্তৃতা প্রতিযোগীতা

SHARE

জলপাইগুড়ি : জলপাইগুড়িতে নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় আয়োজন করা হয়েছে প্যাট্রিয়াটিজম অ্যান্ড  নেশন বিল্ডিং বিষয়ে বক্তৃতা প্রতিযোগীতার । জেলার  বিভিন্ন প্রান্ত থেকে ১৮জন যুবক /যুবতী প্রতিযোগী অংশগ্রহণ করেন। জেলার  বানারহাটের প্রত্যন্ত এলাকা থেকে পুলক ওরাঁও জলপাইগুড়ি  আইন  মহাবিদ্যালয়ের ছাত্র সৌপ্তিক ঘোষ এবং অস্মিতা ছেত্রীদের মত অনেকেই  অংশ নেন। সকলেই  তাদের বক্তব্য রাখেন ।বিচারক ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক  তপন কুমার  চক্রবর্তী  এবং  নেহেরু  যুব কেন্দ্রের কো-অর্ডিনেটর হাসান আলি  এবং প্রসারভারতীর সাংবাদিক  চন্দনা চৌধুরী।  বিচারকদের  বিচার অনুযায়ী প্রথম, দ্বিতীয়,তৃতীয় স্থানাধীকারীদের নির্বাচন করা হয়েছে । আজ প্রতিযোগীদের পুরষ্কৃত করা হয়। প্রথম  স্থানাধীকারী সৌপ্তিক ঘোষ দ্বিতীয় স্থানাধীকারী পুলক ওঁরাও এবং তৃতীয় স্থানাধিকারী বিশ্বজিত  রায়।
 প্রথম স্থানাধিকারী পাঁচহাজার টাকা  দ্বিতীয় স্থানাধীকারী দুই  হাজার এবং তৃতীয় স্থানাধিকারী একহাজার টাকা অর্থমূল্যে পুরষ্কৃত হবেন।  জেলাস্তরে পুরষ্কৃতরা রাজ্যস্তরের প্রতিযোগীতায় অংশ নেবেন ।  এদের মধ্যে প্রথম  স্থানাধিকারী রাজ্য স্তরের প্রতিযোগীতায় পঁচিশ  হাজার অর্থ মূল্য দ্বিতীয় স্থানাধিকারী দশ হাজার এবং তৃতীয় স্থানাধিকারী  পাঁচহাজার টাকা অর্থ মূল্যের পুরষ্কার পাবেন ।  রাজ্য স্তরে উত্তীর্ণ হলে জাতীয় স্তরে  অংশ নিতে পারবেন । জাতীয় স্তরের প্রথম স্থানাধিকারী প্রথম স্থানাধিকারী পাবেন দুইলাখ দ্বিতীয় একলাখ এবং তৃতীয় জন পাবেন পঞ্চাশ হাজার অর্থমূল্যের পুরষ্কার । জাতীয় স্তরে অংশগ্রহণ কারীরা প্রত্যেকেই দশহাজার টাকা  অর্থমূল্যের পুরষ্কারে পুরষ্কৃত হবেন। দেশপ্রেম এবং রাষ্ট্র নির্মাণ  বিষয়ে  দেশের  যুবক/যুবতীদের উৎসাহিত করার এই প্রচেষ্টা  খুবই  প্রশংসনীয়।
                                                                                 



  


SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box