সংবাদদাতা মৌমিতাদাস সেন ,জলপাইগুড়ি: ১২ দফা দাবিতে আগামী ৮ই জানুয়ারি ২০২০- র সর্বভারতীয় ধর্মঘট ও উত্তরবঙ্গের শ্রমিক-জনতার পদযাত্রা সফল করার লক্ষে ২৮শে নভেম্বর, "পশ্চিমবঙ্গ চা শ্রমিক ইউনিয়ন' এর জলপাইগুড়ি অফিসে সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠন , ছাত্র-যুব ও আইনজীবী সংগঠন সমূহের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ চা শ্রমিক ইউনিয়নের প্রবীণ নেতৃত্ব আখিলবন্ধু সরকার। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ জিতেন দাস, আই এন টি ইউ সি নেতা দেবব্রত নাগ। মূল বক্তব্য উত্থাপন করেন সিআইটিইউ-র জেলার সাধারণ সম্পাদক জিয়াউল আলম। বিভিন্ন বক্তা রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের ওপর আগ্রাসী আক্রমন, স্থায়ী কর্মসংস্থান কার্যত বাতিল করার সরকারি নীতির বিরোধিতা করেন। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিসেবা ইত্যাদি ক্ষেত্র থেকে সরকারি ব্যয় সঙ্কোচন ও পরিসেবা প্রাপকদের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে ওয়ার্ড ও পঞ্চায়েত ভিত্তিক নাগরিক কমিটি গঠনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সমস্ত সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে আগামী ৭ই ডিসেম্বরে কোচবিহার জেলা থেকে আগত পদযাত্রীদের ব্যাপক জমায়েতের মধ্য দিয়ে স্বাগত জানানর পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় জলপাইগুড়ির পদযাত্রীরা পদযাত্রায় যুক্ত হয়ে সীমান্ত এলাকা বেরুবাড়ি হয়ে ৮ই ডিসেম্বর বেলাকোবায় জমায়েত হয়ে ১০ তারিখের শিলিগুড়ি জমায়েতের অভিমুখে যাত্রা করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box