সংবাদাতা পিনাকী শীল ,জলপাইগুড়ি :মঙ্গলবার থেকে শুরু হলো রাশপূর্ণিমা জলপাইগুড়ি পান্ডাপাড়া । আজ থেকেই রাশ পুজো দিয়ে উৎসবের সূচনা হলো । বুধবার থাকছে নাম কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান । বৃহস্পতিবার থাকছে নামকীর্তন ও অষ্ট কালী কীর্তন । শুক্রবার থাকছে বাউল গান ও কবিতা গান । এই উৎসবকে ঘিরে সেজে উঠেছে পান্ডাপাড়া বারোয়ারী ক্লাবের মাঠ সেজে উঠেছে । পান্ডাপাড়া রাস উৎসব কমিটি উদ্যোক্তা বিকাশ মালাকার তিনি জানান আমাদের এই রাশ উৎসব চতুর্থ বর্ষে পদার্পণ করেছে । সত্য যুগ থেকে শুরু করে কলি যুগ পর্যন্ত বিষ্ণুর বিভিন্ন রূপ ফুটে তুলাহয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box