সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

নির্মল বিদ‍্যালয় অভিযানের  প্রতিয়োগিতার সূচনা


নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি : নির্মল বিদ‍্যালয় অভিযান কর্মসূচী  হিসেবে সোমবার সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জলপাইগুড়ি জেলা দফতরের বিদ‍্যাসাগর হলে  অনুষ্ঠিত হলো জেলাস্তরীয় অঙ্কন প্রতিয়োগিতা -2019। এদিন  অঙ্কন প্রতিয়োগিতার সূচনা করেন  এডিপিও নরেশ সরকার । সার্কেল লেবেলে যারা প্রথম হয়েছে তারা জেলাস্তরের প্রতিয়োগিতায় অংশগ্রহণ করে। মোটচারটি বিভাগে 64 জন ছাত্র ছাত্রীরা অংশ নেয়।  ক' বিভাগ প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী-  বিষয় কাটবো না আর একটি গাছও , খ' বিভাগ তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী- বিষয় জল ধরি ,জল ভরি , জলের সঠিক ব‍্যবহার করি , গ' বিভাগ পঞ্চম- ষষ্ঠ-সপ্তম শ্রেণী বিষয়- নিজের কাজ নিজে করি, বিদ‍্যালয় নির্মল গড়ি এবং ঘ' বিভাগ অষ্টম- নবম - দশম শ্রেণী বিষয় - বিদ‍্যালয় প্লাস্টিকহীন, মান বাড়াতে শপথ নিন। এডিপিও নরেশ সরকার বলেন যে জেলা স্তরের প্রতিয়োগিতার প্রত‍্যেক বিভাগ থেকে যারা প্রথম হবে তারা রাজ‍্যস্তরের প্রতিয়োগিতায় অংশগ্রহণ করবে। উপস্থিত ছিলেন এডিপিও নরেশ সরকার, আইডি কোয়াডিনেটর আমানুল্লা মণ্ডল সহ সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকেরা সহ কর্মীরা।
                                                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box