নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি:ধানের রূপ দেখে খুশি চাষীরা এছর সর্ন ধানের ফলন ভালোই হবে মনে করছেন চাষীরা। শাবন মাসের ধান লাগানোর পর আসতে আসতে ধান পাকা শুরু হয়ে গেছে গ্রামগঞের বিভিন্ন খেতের জমিতে।এখন ধানের চেহেরা দেখে চাষীযা মনে করছেন ধান ভালোই হবে।কিন্তু পুজোর আগে কয়েক দিনবৃষ্টির জন্য ধানের ফলনে তেমন কোন ক্ষতি হয়নি বলে মনেও করছেন তারা।আর কিছু দিন পর শুরু হবে ধান কাটা।এবার ধান চাষীরা লাভের মুখ দেখতে পারবেন বলে মনে করছেন।
ধান চাষে খুশি চাষী
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি:ধানের রূপ দেখে খুশি চাষীরা এছর সর্ন ধানের ফলন ভালোই হবে মনে করছেন চাষীরা। শাবন মাসের ধান লাগানোর পর আসতে আসতে ধান পাকা শুরু হয়ে গেছে গ্রামগঞের বিভিন্ন খেতের জমিতে।এখন ধানের চেহেরা দেখে চাষীযা মনে করছেন ধান ভালোই হবে।কিন্তু পুজোর আগে কয়েক দিনবৃষ্টির জন্য ধানের ফলনে তেমন কোন ক্ষতি হয়নি বলে মনেও করছেন তারা।আর কিছু দিন পর শুরু হবে ধান কাটা।এবার ধান চাষীরা লাভের মুখ দেখতে পারবেন বলে মনে করছেন।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box