রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

সারা ভারত কৃষক সভা


সংবাদদাতা মৌমিতাদাস সেন,জলপাইগুড়ি:সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কমিটি পক্ষ থেকে শনিবার রংধামালি হাটে হাট সভা অনুষ্ঠিত হয়। কৃষকের ফসলের দাম , স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী ফসলের ন্যায্য দাম প্রদান ,এন আর সির বিরুদ্ধে প্রতিরোধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এই সভার করা হয়। সভায় বক্তারা বলেন দেশজুড়ে কৃষকরা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন। হাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকায়,অথচ পেঁয়াজ চাষি পেঁয়াজের দাম না পেয়ে আত্মহত্যা করেছে। বক্তারা এও বলেন বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতি কারণে দেশের সম্পদের ওপর কর্পোরেট নিয়ন্ত্রণ বাড়ছে। নোট বন্দি ও জি এস টির ফলে মানুষ কাজ হারাচ্ছে। বেকার ভয়ঙ্কর ভাবে বাড়ছে। চাকুরিজীবি থেকে বেকার, কৃষক থেকে শ্রমিক সমস্ত অংশের মানুষের জীবনে গভীর সংকট নেমে এসেছে। তার ওপর এন আর সি মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই আশংকা জন্য গরিব মানুষের ভীড় বাড়াচ্ছে  রেশন কার্ড তৈরী করতে বিডিও অফিসে ভোটের নাম ঠিক করতে ক্যাফে । যা বাড়তি সমস্যার সম্মুখীন হতে হয়েছে গরিব মানুষকে । সব স্তরের ব্যাঙ্কের সুদ কমানোর সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবীণ মানুষ থেকে সাধারণ মানুষ  । ন্যায্য দাবি আদায়ে  রাজ্যের পার্শ্বশিক্ষকরা স্কুলে ক্লাস ছেড়ে রাস্তায় অনশনে বসতে বাধ্য হচ্ছেন বলেও বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ না থাকায় রাজ্যের যুবকরা রাজ্যের বাইরে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে।  রাজ্যে নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে না পাশাপাশি পুরোনো কারখানা বা সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে নতুন  কর্মসংস্থান দূরের কথা কর্মরত শ্রমিক কর্মচারীরাই নতুন করে বেকার হচ্ছে।  কেন্দ্রীয় সরকার ও রাজ্যে সরকারের নীতি বদলের লড়াইকে আরো জোরদার করার লক্ষ্যে মানুষের কাছে আহ্বান জানান বক্তারা। এছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচাও রাজ্যে বাঁচাও দেশ বাঁচও এই দাবিতে  আগামী ৫ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর কোচবিহার থেকে শিলিগুড়ি পদযাত্রা সাধারণ মানুষের অংশ গ্রহণের আহ্বান জানান হয়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ জিতেন দাস, কৃষক নেতা আব্বাস আলী, শ্রমিক নেতা কৃষ্ণ সেন, অরিন্দম চক্রবর্তী, পূর্বাঞ্চলীয় বীমা কর্মী সমিতির সভাপতি  ধ্রুবজ্যোতি গাঙ্গুলী। সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা বনমালী রায়।
                                                                                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box