সংবাদদাতা পিনাকী শীল ,জলপাইগুড়ি :নীরজকোরকের উৎসব সংখ্যা ত্রয়োদশ বর্ষ গ্রন্থপ্রকাশ, সাহিত্য সভা, সম্মাননা ও সংবর্ধনা রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুভাষভবনে হয়। উদ্ধোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নীরজকোরক গ্রন্থ প্রকাশ করেন প্রাবন্ধিক উমেশ শৰ্মা এবং গল্পকার অশোক গঙ্গোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কবি রানা সরকারকে সংবধিত করা হয় এবং বাঁচবো বাঁচাব সংস্থাকে নাটকের উৎকর্ষ সম্মান প্রদান করা হয় ।
উপস্থিত বিশিষ্টজনেরা সাহিত্য চর্চা এবং নবনীতা দেবসেনের জীবনকাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও নৃত্যানুষ্ঠান , প্রয়াত নবনীতা দেবসেনকে স্মরণ করে রবীন্দ্রবীথির একটি আলেখ্য পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন নীরজকোরকের সম্পাদিকা মণিদীপা নন্দীবিশ্বাস, গৌতমেন্দু নন্দী বিশ্বাস, পার্থ ব্যানাজি সহ অন্যান্যরা।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box