মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

SJD একশো আটত্রিশ তম বোর্ড মিটিং অনুষ্ঠিত

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের একশো আটত্রিশ তম বোর্ড মিটিং মঙ্গলবার জলপাইগুড়ি অফিসে অনুষ্ঠিত হল । এদিনের বোর্ড মিটিং এ  এসজেডি এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বৰ্মন,  চিফ এক্সিকিউটিভ অফিসার এস পুনমবালম সহ বোর্ডের সদস্যরা সহ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।  নতুন কাজের পরিকল্পনার  বিষয়ে বিস্তারিত আলোচনা সহ অন্যান্য  কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এসজেডিএর চেয়ারম্যান বোর্ডের সদস্যদের এবং আধিকারিকদের  সঙ্গে । বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানান যে এদিনের বোর্ড মিটিংএ একশো চারটি স্কিম জমা পড়েছে। সেই বিষয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করা হয়। এছাড়াও হাইকোর্ট কমপ্লেক্সের পাশে এসজেডিএর পক্ষ থেকে আধুনিক গেস্ট হাউস তৈরী করা হবে প্রায় ছয় কোটি টাকা ব‍্যয়ে। খুব শীঘ্রই এই ব‍্যাপারে যাবতীয়  উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি এদিনের বোর্ড মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসজেডিএর কর্মীদের পেনশন দেওয়ার বিষয়ে। অন‍্যদিকে বেরুবাড়ি এলাকায় যে টমেটো প্রসেসের জায়গা রয়েছে।সেখানে বাংরবার টেন্ডার প্রক্রিয়া করেও ফেল হয়েছে। তাই এবার বোর্ড মিটিং এ টমেটো প্রসেস সহ এগ্রিকালচার প্রোডাক্টের বিষয় সহ অন‍্যান‍্য বিষয়ে যাতে টেন্ডার ড্রপ করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে শহরের পাশাপাশি গ্রামে জলপাইগুড়ি  এবং শিলিগুড়িতে সমভাবে কাজ করা হবে।
                                                                                 




                                                   
SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box