নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :গন্ডারের খড়্গ এবং হাতির দাঁত সহ তিন আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেফতার করেছে বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল ফোর্স। উদ্ধার হয়েছে গন্ডারের একটি গোটা খড়্গ এবং প্রায় ৫০০ গ্রাম ওজনের হাতির দাঁতের টুকরো। পাচারের কাজে ব্যবহৃত দুইটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে, শুক্রবার মালবাজার এলাকা থেকে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল ভুটানের অর্জুন তিওয়ারি, সিকিমের সুভাষ ছেত্রী এবং আলিপুরদুয়ারের পিটার রাই। ধৃতরা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত। জেরা করে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box