বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

Performance award শিশু শিল্পী শ্রীমন্তী কুন্ডু

SHARE

নিজস্ব সংবাদাতা,জলপাইগুড়ি : 2019 সালের 29 এপ্রিল  S R Production এর পথ চলা  শুরু হয়েছি ।প্রথম প্রচেষ্টা শপথ নামের একটি সল্প দৈঘের ছবি,যে ছবির মধ্য দিয়ে আমরা গাছ ও পাখি সংরক্ষণের মতো বিষয় কে তুলে ধরেছে ।গত 29 শে ডিসেম্বর 2019 শিলিগুড়ির রবিণ্দ্র  মঞ্চে  প্রথম শিলিগুড়ি ইন্টার্ন্যাশনাল শর্ট ফ্লিম ফেস্টিভ্যাল  অনুষ্ঠিত হয়ে গেল ।এই ফেস্টিভ্যালে  72 টি ছবির মধ্যে 12 টি ছবি মনোনয়ন পায় ,যার মধ্যে শপথ ছবি  মনোনীত হয় । এই ছবিতে অভিনয়ের জন্য শিশু শিল্পী শ্রীমন্তী কুন্ডু  কে performance award এর trophy দিয়ে পুরুস্কৃত করা হয় ।S R production এবং শিশু শিল্পী শ্রীমন্তীর সাফল্যের এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে এবং S R productioএর আগামী ছবি স্প্ম্পর্কে সবাই  কে অবগত করার জন্যই  এই বিশেষ অনুষ্ঠান আয়েজন হলো  । অতিথিরা  উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী সুজাত কর,আইনজীবী শান্তা চ্যাটাজী ,সমাজ সেবক  প্রশান্ত সরকার,মেকআপ আর্টিস্ট ,শ্রীমতী পিঙ্কি চৌধুরী,ব্যামবীর জয়রাজ সেন
                                                                                     


                                                                             
SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box