সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি : এবারের বড়দিনে ছোটদের নিয়ে ২৫ ও ২৬শে ডিসেম্বর, এই ২দিন ধরে kids Carnival এর আসর বসেছিল জলশহরের RYA খেলার মাঠে। সমাজসেবী সংস্হা আরোহণ এর পক্ষ থেকে আয়োজিত এই বর্নাঢ্য উৎসবের শুভ সূচনা হয় জলপাইগুড়ি সদর মহকুমা শাসক মাননীয় রঞ্জন কুমার দাস মহাশয়ের হাত ধরে। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ আব্দুর রহমান, IC কোতোয়ালী শ্রী বিশ্বাশ্রয় সরকার, chairman in council, jal municipality শ্রী সৈকত চ্যাটার্জী ও আরো অনেকে। সংস্হার পক্ষ থেকে সুদর্শন সাহা জানান - দ্বিতীয় বর্ষে পা রাখা তাদের এই উৎসবের প্রথম দিনে এবারে প্রায় ২৫০ টি ৪- ১৪ বছর বয়সী ছেলে- মেয়ের সাথে সাথে বিভিন্ন হোমের বাচ্চারাও নানারকম মজার খেলাধূলায় অংশ নেয়। দ্বিতীয় দিনে Fashion Showতে অংশ নেয় ১০৭ জন প্রতিযোগী। এছাড়া উল্লেখ্য- বড়দিনকে সামনে রেখে এই উৎসবে Siliguri Greater Lions Eye Hospital এর সহযোগীতায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ও আয়োজন করা হয়েছিল, যেখানে ১৮৭জন মানুষ এই পরিষেবা লাভ করেন।
Fashion Show
সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি : এবারের বড়দিনে ছোটদের নিয়ে ২৫ ও ২৬শে ডিসেম্বর, এই ২দিন ধরে kids Carnival এর আসর বসেছিল জলশহরের RYA খেলার মাঠে। সমাজসেবী সংস্হা আরোহণ এর পক্ষ থেকে আয়োজিত এই বর্নাঢ্য উৎসবের শুভ সূচনা হয় জলপাইগুড়ি সদর মহকুমা শাসক মাননীয় রঞ্জন কুমার দাস মহাশয়ের হাত ধরে। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ আব্দুর রহমান, IC কোতোয়ালী শ্রী বিশ্বাশ্রয় সরকার, chairman in council, jal municipality শ্রী সৈকত চ্যাটার্জী ও আরো অনেকে। সংস্হার পক্ষ থেকে সুদর্শন সাহা জানান - দ্বিতীয় বর্ষে পা রাখা তাদের এই উৎসবের প্রথম দিনে এবারে প্রায় ২৫০ টি ৪- ১৪ বছর বয়সী ছেলে- মেয়ের সাথে সাথে বিভিন্ন হোমের বাচ্চারাও নানারকম মজার খেলাধূলায় অংশ নেয়। দ্বিতীয় দিনে Fashion Showতে অংশ নেয় ১০৭ জন প্রতিযোগী। এছাড়া উল্লেখ্য- বড়দিনকে সামনে রেখে এই উৎসবে Siliguri Greater Lions Eye Hospital এর সহযোগীতায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ও আয়োজন করা হয়েছিল, যেখানে ১৮৭জন মানুষ এই পরিষেবা লাভ করেন।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box