নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি:রাখাল দেবী এলাকায় অসুস্থ্য পাখী উদ্ধার করে বন্দপ্তরের হাতে তুলে দিলেন এক যুবক। জানা গেছে ভোরবেলা রাখাল দেবী পুরাতন ভাটাখানা জলাশয় এলাকায় ইলেকট্রিক তারে শক্ খেয়ে অসুস্থ্য হয়ে মাটিতে পড়ে একটি আইরিস প্রজাতির একটি পাখী। পাখীটির বাদিকের ডাফনায় এত টা ক্ষত হয়েছে যে ভাল ট্রিটমেন্টের প্র্য়েজন আছে বলে জানা গেছে। সেই সময় আলু খেতে কাজ করতে আসেন ওই এলাকার যুবক অপুর্ব কুমার রায়। তিনি তৎক্ষনাত অই পাখীটির প্রাথমিক সুসা করে ন এবং পরে বন্দপ্তরের হাতে তুলে দেন। জলপাইগুড়ির পরিবেশ প্রেমী দেবাশীষ দত্ত চৌধুরী বলেন এটা পরিযায়ী পাখী না। এটা আইরিস প্রজাতির পাখী এরা আমারদের এখানে বনাঞ্চল ও জলাশায় এলাকায় দেখা যায়।স্থানীয় যুবক অপুর্ব রায় বলেন প্রতিবারের মত শীতকালে অন্যান্য পরিযায়ী পাখীগুলির পাশা পাশি এই প্রজাতির পাখীগুলি স্থানীয় এই জলাশয়ে খাবার খেতে আসেন। এলাকার মানুষ যথেষ্ট ভালবাসেন। এই পাখীগুলি কে।কেউ যাতে কোনরকম ভাবে তাদের অশুবিধানা করেন সে দিকে সবাই খেয়াল রাখেন বলে জানা গেছে।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box