সংবাদাতা ধীমান রায় মৌমিতাদাস সেন ,জলপাইগুড়ি : দেশেবাসীর স্বার্থ রাজ্যবাসীর স্বার্থ দেশ ও রাজ্যের অগ্রগতির স্বার্থে NRC ,CAB এর মতো জনাতঙ্ক সৃষ্টির ও ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শ্রমজীবী মানুষের স্বার্থ,অর্থনীতিকে সরকারের কর্পোরেট তোষণের খপ্পর থেকে উদ্ধার করে রাষ্ট্রের জনকল্যাণমূলক ভূমিকার প্রসার ও কর্মসংস্থানের এই উদ্যোগী সংঘবদ্ধ প্রয়াসকে সফল করতে পথে নামল বৃহত্তর বাম ঐক্য। রবিবার দিনবাজার মোড়ে এক পথ সভার মধ্যে দিয়ে একথা তুলে ধরেন বক্তারা। বক্তারা আরো বলেন বর্তমানে বিশ্ব কর্পোরেট পুঁজির নিয়ন্ত্রণে চলছে।গরিব মানুষ আরো গরিব হচ্ছেন আর কর্পোরেট পুঁজি তার মুনাফার পাহাড় গড়ে তুলছেন। দেশে যখন দৈনিক ২০কোটি মানুষ না খেতে পেয়ে ঘুমাতে যান তখন দেশে খাদ্য ভান্ডার গুলো উপচে পরছে । কর্পোরেট পুঁজি স্বার্থে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলোকে পরিকল্পনা মাফিক দুর্বল করছে তারপর তা বেঁচে দিয়ে দেশের আর্থিক স্বনির্ভরতা নষ্ট করছে । ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। তার কারণে স্বাধীনতার পর বেকারী সর্বোচ্চ স্তরে পৌঁছেছে ।এর বিরুদ্ধে দেশের সব কটি ট্রেড ইউনিয়ন আগামী ৬ই জানুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারের নীতি বদলের লড়াই জারি থাকবে বলে জানান । দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচাও দেশ বাঁচাও রাজ্যে বাঁচাও এই আহ্বান জানিয়ে রাজ্যেজুড়ে লং মার্চের নেমেছে বাম কংগ্রেসের ট্রেড ইউনিয়ন ও গণসংগঠন গুলো ।জলপাইগুড়ি শহরে আগামী ৭ ডিসেম্বর লং মার্চ আসবে ।শান্তি পাড়া থেকে বিরাট মিছিল কদমতলা মোড়ে পৌছোবে ।সেখানে সভা হবে । তার পর ৮ই ডিসেম্বর সকাল বেলায় মিছিল বাহাদুর, গড়ালবাড়ি ,বেরুবাড়ি হয়ে রাজগঞ্জে মিছিল পৌছোবে বলে জানা গেছে। ১০ই ডিসেম্বর শিলিগুড়ি বাঘাযতীন পার্কে হাজার হাজার লোকের সমাবেশে মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। সভা সভাপতিত্ব করেন পরিতোষ ঘোষ। বক্তব্য রাখেন কৌশিক ভট্টাচার্য, প্রকাশ রায় ,কৃষ্ণ সেন, সলিল আচার্য প্রমুখ।
দিনবাজার মোড়ে পথ সভার
সংবাদাতা ধীমান রায় মৌমিতাদাস সেন ,জলপাইগুড়ি : দেশেবাসীর স্বার্থ রাজ্যবাসীর স্বার্থ দেশ ও রাজ্যের অগ্রগতির স্বার্থে NRC ,CAB এর মতো জনাতঙ্ক সৃষ্টির ও ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শ্রমজীবী মানুষের স্বার্থ,অর্থনীতিকে সরকারের কর্পোরেট তোষণের খপ্পর থেকে উদ্ধার করে রাষ্ট্রের জনকল্যাণমূলক ভূমিকার প্রসার ও কর্মসংস্থানের এই উদ্যোগী সংঘবদ্ধ প্রয়াসকে সফল করতে পথে নামল বৃহত্তর বাম ঐক্য। রবিবার দিনবাজার মোড়ে এক পথ সভার মধ্যে দিয়ে একথা তুলে ধরেন বক্তারা। বক্তারা আরো বলেন বর্তমানে বিশ্ব কর্পোরেট পুঁজির নিয়ন্ত্রণে চলছে।গরিব মানুষ আরো গরিব হচ্ছেন আর কর্পোরেট পুঁজি তার মুনাফার পাহাড় গড়ে তুলছেন। দেশে যখন দৈনিক ২০কোটি মানুষ না খেতে পেয়ে ঘুমাতে যান তখন দেশে খাদ্য ভান্ডার গুলো উপচে পরছে । কর্পোরেট পুঁজি স্বার্থে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলোকে পরিকল্পনা মাফিক দুর্বল করছে তারপর তা বেঁচে দিয়ে দেশের আর্থিক স্বনির্ভরতা নষ্ট করছে । ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। তার কারণে স্বাধীনতার পর বেকারী সর্বোচ্চ স্তরে পৌঁছেছে ।এর বিরুদ্ধে দেশের সব কটি ট্রেড ইউনিয়ন আগামী ৬ই জানুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারের নীতি বদলের লড়াই জারি থাকবে বলে জানান । দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচাও দেশ বাঁচাও রাজ্যে বাঁচাও এই আহ্বান জানিয়ে রাজ্যেজুড়ে লং মার্চের নেমেছে বাম কংগ্রেসের ট্রেড ইউনিয়ন ও গণসংগঠন গুলো ।জলপাইগুড়ি শহরে আগামী ৭ ডিসেম্বর লং মার্চ আসবে ।শান্তি পাড়া থেকে বিরাট মিছিল কদমতলা মোড়ে পৌছোবে ।সেখানে সভা হবে । তার পর ৮ই ডিসেম্বর সকাল বেলায় মিছিল বাহাদুর, গড়ালবাড়ি ,বেরুবাড়ি হয়ে রাজগঞ্জে মিছিল পৌছোবে বলে জানা গেছে। ১০ই ডিসেম্বর শিলিগুড়ি বাঘাযতীন পার্কে হাজার হাজার লোকের সমাবেশে মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। সভা সভাপতিত্ব করেন পরিতোষ ঘোষ। বক্তব্য রাখেন কৌশিক ভট্টাচার্য, প্রকাশ রায় ,কৃষ্ণ সেন, সলিল আচার্য প্রমুখ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box