মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

করলায় নোংরা আবজর্নায়

SHARE

সংবাদাতা সুজয় সরকার,জলপাইগুড়ি :করলায় নিয়মিত দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে।তার উপর নদীর গভীরতা একেবারেই নেই জমে আছে চারিদিকে মাটি।ফলে নোংরা আবজর্নায় ভরে আছে নদীর চারিদিক।জল যেতে পারছে না থিক ভাবেএগিয়ে।ফলে বাড়ছে দূষণ।এই বিষয়ে sjdaএর চেয়ারম্যান বীজয় চন্দ্র বমন বলেন করলা সংস্কার নিয়ে কি করা যায় তা দেখব ,।জলপাইগুড়ি science and nature clubএর সম্পাদক ডক্টর রাজা রাউৎ বলেন ভারত সরকারের একটি টিম করলা নদীকে দূষিত নদী হিসেবে চিহ্নিত করেছেন।তাই এই নদী যাতে আর দূষিত না হয়,তার জন্য সকলের কাছে দূষীত না করতে বলা হচ্ছে

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box