নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :জলপাইগুড়ি তিস্তা ব্রিজ এর আগে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষে পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা,লরির চালক পলাতক বলে জানা গেছে স্থানীয় সূত্রে।
জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি গামি একটি আর্টিকা ও একটি বুলেরো গাড়ি কে বিপরীত দিক থেকে আশা এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বুলেরো গাড়িকে ধাক্কা মেরে ৩১ নং ডি জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে সামাল দিতে না পেরে পাশের অপর একটি আর্টিকা গাড়িকে সজোরে ধাক্কা মারে প্রথমে বুলেরো গাড়িতে থাকা গাড়ির চালক সুবোধ বর্মন বয়স ২৮ ও সারীতুন বিবি বয়স ৩০ এই দুজনে বুলেরো গাড়িতে থাকা অবস্থায় জাতীয় সড়কের পাশে নিচে পড়ে যায় তারপর আর্টিকা গাড়িতে ধাক্কা মারে লরিটি, আর্টিকাতে চালকসহ এক দম্পতি ছিলেন পেশায় ভদ্রলোক সোনার ব্যবসায়ী ময়নাগুড়ি হাসপাতাল পারার বাসিন্দা তাদের গাড়িতে ভীষণ ভাবে আঘাত করে অল্পের জন্য প্রাণে বাঁচলেও আর্টিকাতে থাকা মহিলা রোমা রক্ষিত বয়স ৩৮ তিনি সামান্য আঘাত প্রাপ্ত হন ও তার স্বামী চন্দন রক্ষিত বয়স ৪৩ তার বুকে আঘাত লাগে তাদের চালকের কোনো ক্ষতি হয়নি ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্রেন নিয়ে এসে গাড়ি তিনটিকে থানায় নিয়ে যাওয়া হয় এবং আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে ছেড়ে দেয়, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এলাকার প্রত্যক্ষদর্শীর।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box