সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

সচেতনতা মূলক আলোচনা

SHARE

সংবাদাতা ধীমান রায় ,জলপাইগুড়ি : জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ  কর্মাসের পরিচালনায় রবিবার বাবুপাড়াস্থিত সুভাষভবনে একটি সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। বিষয় ছিল অনলাইনে ব‍্যবসার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব‍্যবসায়ীরা । উপস্থিত সকলেই অনলাইন ব‍্যবসার কুফল বিষয়ে এবং এর ফলে খুঁচরো , মাঝারি ব‍্যবসায়ীদের ক্ষতিকর দিক গুলো তুলে ধরেন বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (নর্থবেঙ্গল) কোয়াডিনেটর সুরজিত পাল, শিলিগুড়ি মার্চেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি গোপাল খড়িয়া, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কর্মাসের সভাপতি প্রদীপ বর্মা, উপদেষ্টা অলক সুধীর সরকার, সম্পাদক অভ্র বসু সহ অন্যান্যরা। কার্যকরী সভাপতি বিকাশ  দাস বলেন যে অনলাইন ব‍্যবসার ফলে জলপাইগুড়ি সহ ভারতবর্ষে খুঁচরো মাঝারি বিক্রেতারা ভয়াবহ ক্ষতিকর অবস্থায় রয়েছে। পরবর্তী দিনে অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা এদিনের সভায় আলোচনা করা হয়। তেরোটি ব‍্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
                                                                             

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box