বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

জলপাইগুড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

SHARE

নিজস্ব সংবাদাতা ,জলপাইগুড়ি :ভারতীয় জনতা পার্টির  রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ বুধবার জলপাইগুড়িতে পূর্ত দপ্তরের  পরিদর্শন কুঠিরে  সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন  বেশ কয়েকটি বিষয়ের উপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি বলেন পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি করছেন। পশ্চিমবঙ্গে এনআরসি ও ক‍্যাপ চালু হবে। এরপর জন্য সাধারণ মানুষের কোন অসুবিধা হবেনা। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানাজী রাজনীতি করছেন। তিনি আরও বলেন কোনো দূঘটনায় কেউ মারা গেলে  বলা হচ্ছে এন‌আরসি-র ভয়ে এই আত্মহত‍্যা। আলুর দাম না পেয়ে কেউ আত্মহত্যা করলেও বলা হচ্ছে এনআরসি-র ভয়ে আত্মহত‍্যা করেছেন।  পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিরে  সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই মমতা ব‍্যানার্জি ও তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি-র রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন  এরাজ‍্যে কার‌ও ঘর নেই। সরকারি অর্থ সাহায্য পাচ্ছেন না বলে আত্মহত্যা‌র পথ বেছে নিচ্ছেন। অথচ মমতা ব‍্যানার্জি ও তার সরকার মিথ্যা প্রচার করে সেটাকে এন‌আরসি-র রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এধরনের কথা বলার জন‍্য মমতা ব‍্যানার্জির জনসমর্থন ক্রমশই কমছে। বলেন, সিএএ সারা ভারতবর্ষ জুড়েই লাগু হবে।
                                                                                    

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box