নিজস্ব সংবাদাতা, জলপাইগুড়ি : পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহোয়োগিতায় হোমের আবাসিক ও অন্যান্য শিশুদের নিয়ে 'শিশু অধিকার সপ্তাহ ' উৎযাপন করলো জেলা শিশু সুরক্ষা একক। তারই অঙ্গ হিসেবে বুধবার রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে শিশুদের নিয়ে এই দিনটি পালিত হয় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক দীনবন্ধু সাহা , জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র , মহিলা থানার ওসি উপাসনা গুরুং, জেলা শিশু কল্যান সমিতির চেয়ারপার্সেন সহ অন্যান্য সদস্য সদস্যরা , জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্যসা অরুন্ধতী রায় ও চাইল্ড লাইনের ডিরেক্টর ও কোয়াডিনেটর সহ অন্যান্য সরকারি ও বেসরকারী হোমের আধিকারিকেরা। নাচ, গান ,আবৃত্তি, কবিতা, সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু অধিকার সপ্তাহ উৎযাপন
নিজস্ব সংবাদাতা, জলপাইগুড়ি : পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহোয়োগিতায় হোমের আবাসিক ও অন্যান্য শিশুদের নিয়ে 'শিশু অধিকার সপ্তাহ ' উৎযাপন করলো জেলা শিশু সুরক্ষা একক। তারই অঙ্গ হিসেবে বুধবার রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে শিশুদের নিয়ে এই দিনটি পালিত হয় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক দীনবন্ধু সাহা , জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র , মহিলা থানার ওসি উপাসনা গুরুং, জেলা শিশু কল্যান সমিতির চেয়ারপার্সেন সহ অন্যান্য সদস্য সদস্যরা , জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্যসা অরুন্ধতী রায় ও চাইল্ড লাইনের ডিরেক্টর ও কোয়াডিনেটর সহ অন্যান্য সরকারি ও বেসরকারী হোমের আধিকারিকেরা। নাচ, গান ,আবৃত্তি, কবিতা, সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box