সংবাদদাতা কৃষ্ণ সেন ,ধীমান রায় জলপাইগুড়ি : অবাধ লুটের উদারনীতি বিরুদ্ধে সরকারী ক্ষেত্রে -সামাজিক সম্পদ বেসরকারীকরণের দেশ বিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক কর্মচারী সংগঠন সমূহের কনভেনশন অনুষ্ঠিত হল রবিবার জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে। অখিলবন্ধু সরকার, প্রদীপ গোস্বামী, আনিসুর রহমান, মৃনাল রায়ের সভাপতিত্ব সভার কাজ পরিচালিত হয়। সভায় মূল প্রস্তাব পেশ করেন আই এন টি ইউ সি নেতা দেবব্রত নাগ । তিনি বলেন বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতি হল দেশের সম্পদ বিক্রি করে কর্পোরেট মালিকের মুনাফা নিশ্চিত করা ।অপর দিকে নতুন নিয়োগ তো নেই উল্টে নির্বিচারে ছাঁটাই চলছে। সি আই টি ইউ নেতা জিয়াউল আলম তার বক্তব্য দেশের সরকারের তীব্র শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। গণকনভেশন থেকে আগামী ৮ই জানুয়ারি ১২দফা দাবিতে সারা ভারত সাধারণ ধর্মঘটকে সফল করে তুলতে প্রস্তাব অনুমোদন হয়।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box