শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

বিভাগীয় বীমা কর্মচারী সমিতি কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে জলপাইগুড়ি বিভিন্ন  স্থানে ভ্যান জাঠা ও পথসভা

SHARE

সংবাদদাতা কৃষ্ণ সেন, জলপাইগুড়ি :বিভাগীয় বীমা কর্মচারী সমিতি, জলপাইগুড়ি এর উদ্যোগে পূর্বাঞ্চল বীমা কর্মচারী সমিতির শিলিগুড়ি সম্মেলনকে সামনে রেখে আজ শনিবার জলপাইগুড়ি শহর থেকে মালবাজার পর্যন্ত ভ্যান জ্যাঠা কর্মসূচি নেওয়া হয়েছে l কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে ও শ্রমিক কর্মচারীদের   জীবন জীবিকা সংক্রান্ত 12 দফা দাবিতে এই ভ্যান জাঠা l

পথে ডেঙ্গুয়াঝার, ভান্ডিগুড়ি, জয়পুর, শিকারপুর, সরস্বতীপুর, ওদলাবাড়ি এইসমস্ত চা শ্রমিক অধ্যুষিত এলাকাতে পথসভার মধ্যে দিয়ে উপরিউক্ত বিষয়ে প্রচার করা হবে l সমস্ত উত্তরবঙ্গ জুড়েই এই কর্মসূচি চলছে l জলপাইগুড়ি, শিলিগুড়ি, ফালাকাটা, বীরপাড়া থেকে শুরু হওয়া চারটি জাঠা বিকেলে মালবাজারে মিলিত হবে l সেখানে বড় জনসভার মধ্যে দিয়ে  কর্মসূচি শেষ হবে l ডিসেম্বর মাসের 5 থেকে 10 তারিখ 12 দফা দাবিতে উত্তরবঙ্গ জুড়ে যে পদযাত্রা হবে ও 8 ই জানুয়ারি দেশব্যাপি ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে, সেই কর্মসূচিগুলি সফল করার আহ্বান এই জাঠার মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে l
                                                         

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):

Please do not enter any spam link in the comment box