নিজস্ব সংবাদদাতা,বোলপুর- দিন দিন যুবসমাজের মধ্যে বইপড়ার আগ্রহ কমে যাচ্ছে। সবাই এখন মোবাইলে ব্যাস্ত। তাই যুবসমাজের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে বোলপুরের পঞ্চব্যাঞ্জন রেস্টুরেন্ট ও ক্যাফে। এখানে একঘন্টা বই পরলেই এক কাপ কফি ফ্রী। তৈরি করা হয়েছে একটি ছোট্ট লাইব্রেরী। গান্ধীজী থেকে বিবেকান্দ, সত্যজিৎ রায় থেকে বুদ্ধদেব গুহ থেকে এমনকি হালফিলের লেখকদের বইও রয়েছে এখানে। রবিবার ক্যাফেতে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধায়, শিল্পী লেখক সুশোভন অধিকারী এবং ক্যাফের মালিক তথা শিল্পী তাপস মল্লিক। তাপস বাবু জানান, সাধারন মানুষ বিশেষ করে যুব সমাজ এখন বই পড়তে ভুলে গিয়েছে। তাই বইয়ের প্রটি তাদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ।
বই পড়লেই কফি ফ্রী বইবারে
নিজস্ব সংবাদদাতা,বোলপুর- দিন দিন যুবসমাজের মধ্যে বইপড়ার আগ্রহ কমে যাচ্ছে। সবাই এখন মোবাইলে ব্যাস্ত। তাই যুবসমাজের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে বোলপুরের পঞ্চব্যাঞ্জন রেস্টুরেন্ট ও ক্যাফে। এখানে একঘন্টা বই পরলেই এক কাপ কফি ফ্রী। তৈরি করা হয়েছে একটি ছোট্ট লাইব্রেরী। গান্ধীজী থেকে বিবেকান্দ, সত্যজিৎ রায় থেকে বুদ্ধদেব গুহ থেকে এমনকি হালফিলের লেখকদের বইও রয়েছে এখানে। রবিবার ক্যাফেতে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধায়, শিল্পী লেখক সুশোভন অধিকারী এবং ক্যাফের মালিক তথা শিল্পী তাপস মল্লিক। তাপস বাবু জানান, সাধারন মানুষ বিশেষ করে যুব সমাজ এখন বই পড়তে ভুলে গিয়েছে। তাই বইয়ের প্রটি তাদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ।
0 মন্তব্য(গুলি):
Please do not enter any spam link in the comment box